Tuesday 10 September 2013

Tagore Songs


আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়--
বড়ো উতলা আজ পরান আমার, খেলাতে হার মানবে কি ও॥
কেবল তুমিই কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে।
তুমি সাধ করে, নাথ, ধরা দিয়ে আমারও রঙ বক্ষে নিয়ো--
এই হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়॥

Oh this poignant sport with thou, my own
Unsettled is my spirit today, won’t be played down
Smear me thou only to bid adieu
Yield to me willfully your heart smears in my hue
The pigment of my spirit permeates your elements…


কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে--
নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥
তোমার অভিসারে যাব অগম-পারে
চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে॥
পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা--
দুখের মাধুরীতে করিল দিশাহারা
সকলই নিবে-কেড়ে, দিবে না তবু ছেড়ে--
মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে॥


I am in tears; your love struck a blow
From deep anguish sheer joys doth flow
In quest of your love I travel afar
Pain intones every step I cover 
Music fills my heart as tears trickle down
In the ecstasy of my grief I’m drown
All my riches lost, I still not be spared I know
Yet infirm in love, I can’t leave you and go.


অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,
     সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ॥
দিনের পর দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা,
     বাহির হতেই তাদের যাওয়া আসা।
কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা,
     সে যেন মোর চিরদিনের চাওয়া ॥
হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে
     রইল গাঁথা মোর জীবনের হারে।
সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মালা
     সেই নিয়েই আজ সাজাই আমার থালা--
এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি জ্বালা,
     একতারাতে আধখানা গান গাওয়া ॥


Of all life’s bounty, its those chance rewards of little measure

That waft a wind of warmth and pleasure

Days go by; down the road do they flow

The outer world  they come from and go.

There comes a morn that settles down in my dwelling

The insignia of all my yearning

Motes I gathered from the waning light

In my life's laurel shine bright

Oh my garland of half-light on a spliced day distraught

With thee my life's platter is wrought

All the momentary mirth, a brief candle afire,

A half song played on a lyre.

No comments:

Post a Comment